Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কানুদাসকাঠী ইসলামিয়া মাদ্রাসা
বিস্তারিত
প্রতিষ্ঠানটি ঝালকাঠী জেলার অমত্মর্গত রাজাপুর উপজেলাধীন ৪নং গালুয়া ইউনিয়ন কানুদাসকাঠী গ্রামে ভান্ডারিয়া ঢাকা মহা সড়কের পাশে অবস্থিত। প্রতিষ্ঠানে ১ম শ্রেণী থেকে ফাযিল (বি,এ) পর্যমত্ম পাঠ দান করা হয়। প্রতিষ্ঠানে ১টি দ্বিতল ভবন, ৩টি ১ তলা ভবন, ৩টি টিনের ভবন ও ১টি ১ তলা মসজিদ আছে। মাদ্রা্সার সামনে ২টি বড় মাঠ রয়েছে। প্রতিষ্ঠানে ছাত্রদের থাকা খাওয়ার আবাসিক ব্যবস্থা আছে। ০১-০১-১৯৫১ ইং তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার ছেলেমেয়েদের সাধারণ ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনের তাগিদে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ০১-০১-১৯৫৬ ইং সনে দাখিল, ১৫-০৬-১৯৬৩ ইং তারিখ আলিম ও ০১-০৭-১৯৬৬ ইং তারিখ ফাযিলের স্বীকৃতি পায় এবং ফাযিল পর্যায়ে ০১-০৯-১৯৮৫ ইং তারিখ সরকারী ভাবে এম, পি ও ভূক্ত হয়। প্রতিষ্ঠানে মোট জমির পরিমাণ- ৪৩৭ শতাংশ।